জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. সোহেল রানাকে হেনস্তা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী নেতা।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল রানা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, ১৫ অক্টোবর, বুধবার সকাল ১০টার দিকে তিনি জোড়খালী বাজার থেকে গুনারীতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গুনারীতলা এলাকার মাজেদ সরকারের বাড়ির পাশে সড়কে চরবন্দ এলাকার নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম লাবু, টুটুল, সামছুল ইসলামের ছেলে সেলিম ও দুলালসহ কয়েকজন তার গতিরোধ করে। তখন তারা মব তৈরি করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
সোহেল রানা দাবি করেন, ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রকাশ করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এতে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাবও পড়েছে।
তিনি জানান, হামলার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















