ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ

মাদারগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপিনেতা সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. সোহেল রানাকে হেনস্তা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী নেতা।

১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল রানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, ১৫ অক্টোবর, বুধবার সকাল ১০টার দিকে তিনি জোড়খালী বাজার থেকে গুনারীতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গুনারীতলা এলাকার মাজেদ সরকারের বাড়ির পাশে সড়কে চরবন্দ এলাকার নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম লাবু, টুটুল, সামছুল ইসলামের ছেলে সেলিম ও দুলালসহ কয়েকজন তার গতিরোধ করে। তখন তারা মব তৈরি করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সোহেল রানা দাবি করেন, ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রকাশ করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এতে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাবও পড়েছে।

তিনি জানান, হামলার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

 

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় ১১:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. সোহেল রানাকে হেনস্তা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী নেতা।

১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল রানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, ১৫ অক্টোবর, বুধবার সকাল ১০টার দিকে তিনি জোড়খালী বাজার থেকে গুনারীতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গুনারীতলা এলাকার মাজেদ সরকারের বাড়ির পাশে সড়কে চরবন্দ এলাকার নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম লাবু, টুটুল, সামছুল ইসলামের ছেলে সেলিম ও দুলালসহ কয়েকজন তার গতিরোধ করে। তখন তারা মব তৈরি করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সোহেল রানা দাবি করেন, ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রকাশ করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এতে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার রাজনৈতিক জীবনে নেতিবাচক প্রভাবও পড়েছে।

তিনি জানান, হামলার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।