ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুর : শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষার্থী মীর ইসহাক হাসান ইখলাস, আফরিন জান্নাত আঁখি, আল আমিন রুহানি, ইমন হাসান, ইমরান হাসান সামী, শাহরিয়ার বায়জিদ, শামসুদ্দিন সোলাইমান, ফিরোজ রহমান হীরা ও আরিফিন ইসলাম শাকিল প্রমুখ।

মীর ইসহাক হাসান ইখলাস বলেন, আজকে আমরা ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে আবার অন্যায়, অপশাসন, ফ্যাসিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। আজকে আমরা দুখের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় স্যার জিনি শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন তিনি আমাদের ডক্টর আজাদ স্যার। তিনি একজন সৎ বিনয়ী এবং শিক্ষাবান্ধব একজন শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে স্যারকে যে অপসারণ করা হয়েছে তার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের ফ্যাসিবাদদের স্মরণ করিয়ে দিতে চাই ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা। ২০২৪ এর ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। একই রকম ভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে যে ফ্যাসিস্ট রয়েছে যারা আজাদ স্যারকে দিয়ে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের জন্য চেষ্টা করে। সেই কাজগুলোকে তিনি যখন প্রশ্রয় দেন না তখন তার বিরুদ্ধে অপমান অপদস্ত করার চেষ্টা করেন। তাদেরকে বলে দিতে চাই আপনাদের সেই চেয়ার ভেঙ্গে দেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। আপনাদেরকেও তাড়াতে আমাদের দুইদিনও লাগবে না। আজাদ স্যারকে যদি তার পদ থেকে সরানোর চেষ্টা করেন। তা হলে বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নিবে না। শুধু এইটাই নয় বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে স্মারকলিপি দেন ছাত্রনেতৃন্দ।

মানববন্ধনে কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষার্থী মীর ইসহাক হাসান ইখলাস, আফরিন জান্নাত আঁখি, আল আমিন রুহানি, ইমন হাসান, ইমরান হাসান সামী, শাহরিয়ার বায়জিদ, শামসুদ্দিন সোলাইমান, ফিরোজ রহমান হীরা ও আরিফিন ইসলাম শাকিল প্রমুখ।

মীর ইসহাক হাসান ইখলাস বলেন, আজকে আমরা ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে আবার অন্যায়, অপশাসন, ফ্যাসিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। আজকে আমরা দুখের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় স্যার জিনি শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন তিনি আমাদের ডক্টর আজাদ স্যার। তিনি একজন সৎ বিনয়ী এবং শিক্ষাবান্ধব একজন শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে স্যারকে যে অপসারণ করা হয়েছে তার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের ফ্যাসিবাদদের স্মরণ করিয়ে দিতে চাই ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা। ২০২৪ এর ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। একই রকম ভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে যে ফ্যাসিস্ট রয়েছে যারা আজাদ স্যারকে দিয়ে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের জন্য চেষ্টা করে। সেই কাজগুলোকে তিনি যখন প্রশ্রয় দেন না তখন তার বিরুদ্ধে অপমান অপদস্ত করার চেষ্টা করেন। তাদেরকে বলে দিতে চাই আপনাদের সেই চেয়ার ভেঙ্গে দেওয়া হবে।

তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি। আপনাদেরকেও তাড়াতে আমাদের দুইদিনও লাগবে না। আজাদ স্যারকে যদি তার পদ থেকে সরানোর চেষ্টা করেন। তা হলে বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নিবে না। শুধু এইটাই নয় বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে স্মারকলিপি দেন ছাত্রনেতৃন্দ।

মানববন্ধনে কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।