ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস
বকশীগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপ

জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ

বকশীগঞ্জ : জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ। পাশের ছবিতে ইউএনও শাহ জহুরুল ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

৬ অক্টোবর, সোমবার ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে অবশেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত বিদ্যালয়ের পাশের জমির মালিকের আপত্তির কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি উপজেলা প্রশাসন এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার সক্রিয় সহযোগিতায় এই অচলাবস্থার নিরসন হয়।

জানা গেছে, এর আগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার মাধ্যমে কয়েক দফায় জমির মালিকের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার ফলস্বরূপ সমস্যার সমাধান হলে ৬ অক্টোবর বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়।

বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আস মাউল হুসনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান রেজাউল করিম এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়া হয়।

এই সফল উদ্যোগের ফলে আগামীকাল স্কুল খোলার দিন থেকেই ছাত্রছা-ত্রীরা ফ্যানের বাতাস এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো পাবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান চললেও এখন থেকে পরিবেশ হবে আরও স্বস্তিদায়ক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিকেবদককে বলেন, সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। যোগদানের পরই আমি জানতে পারি জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। স্থানীয়দের দ্বন্দ্বের কারণে এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংযোগ স্থাপনের ব্যবস্থা করেছি।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপ

জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় ১০:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

৬ অক্টোবর, সোমবার ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে অবশেষে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ছিল না। মূলত বিদ্যালয়ের পাশের জমির মালিকের আপত্তির কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি উপজেলা প্রশাসন এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার সক্রিয় সহযোগিতায় এই অচলাবস্থার নিরসন হয়।

জানা গেছে, এর আগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার মাধ্যমে কয়েক দফায় জমির মালিকের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনার ফলস্বরূপ সমস্যার সমাধান হলে ৬ অক্টোবর বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়।

বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আস মাউল হুসনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান রেজাউল করিম এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটি স্থাপন করে সংযোগ দেওয়া হয়।

এই সফল উদ্যোগের ফলে আগামীকাল স্কুল খোলার দিন থেকেই ছাত্রছা-ত্রীরা ফ্যানের বাতাস এবং শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো পাবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান চললেও এখন থেকে পরিবেশ হবে আরও স্বস্তিদায়ক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিকেবদককে বলেন, সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। যোগদানের পরই আমি জানতে পারি জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। স্থানীয়দের দ্বন্দ্বের কারণে এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংযোগ স্থাপনের ব্যবস্থা করেছি।