ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

জামালপুর : কবিতা উৎসবে কবিতা পরিষদ জামালপুরের সভাপতি কবি ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী ও অন্যান্য কবিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে কবিতা উৎসব করেছে জাতীয় কবিতা পরিষদ জামালপুর। জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা এতে অংশ নেন। চারটি পর্বে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।

৪ অক্টোবর, শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কবিতা উৎসব অনুষ্ঠান। প্রথম পর্বে কবি শ্বেতা শতাব্দী এষের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়। শোক-শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন কবি তারিকুল ফেরদৌস। পরে শুরু হয় কবিতালাপ পর্ব। কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডাক্তার তারিক মেহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দুই পর্বে সভাপতিত্ব করেন কবিতা পরিষদ জামালপুরের সভাপতি কবি ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী।

কবি মাহবুব বারীর সভাপতিত্বে ও বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘কবিদের কবিতা পাঠ’ শিরোনামে কবিতা উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এই তিনটি পর্বে অংশ নিয়ে কবিতা পাঠ করেন কবি মাহবুব বারী, কবি ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি আরিফুর রহমান, কবি এরশাদ জাহান, কবি হারুন দুলাল, কবি এ এম তাহের, কবি দীপংকর দাশ, কবি মল্লিকা দাশ, কবি রফিকুল ইসলাম তাহের, কবি মনিরুল হক নোবেল, কবি কামাল হোসেন মুসা, কবি ঝর্ণারানী দাশ, কবি আবু সায়েম সাদাতউল করীম, কবি শাহেদা ফেরদৌসী, কবি লাকী লতিফা, কবি শেখ ফয়জুর রহমান, কবি শওকত জামান, কবি খান মোশাররফ হোসেন, কবি আশকর আলী ফকির, কবি আরিফুর রহমান, কবি ক্ষ্যাপা পারভেজ, কবি সেলিনা আক্তার, কবি তৌহিদ আহমেদ লিখন, কবি সুলতান আরেফিন আদিত্য, কবি রবিউল আলম টুকু, কবি আশরাফ আলী, কবি নূরুল ইসলাম, কবি আজাদ সরকার, কবি লিয়াকত হোসেন, কবি প্রতিমা ধর, কবি আতিকুল রহমান খান, কবি ফরিদুল হক প্রমুখ।

পরে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা উৎসবের চতুর্থ পর্বে কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, বাচিকশিল্পী হৃদয় লোহানী, এম আর আই রাসেল, বাচিকশিল্পী আহমেদ আল কাদরী লিটন, বাচিকশিল্পী মানসী গোস্বামী, বাচিকশিল্পী শারমিন সারা, বাচিকশিল্পী অনন্যা সাহা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জামালপুরে কবিতা পরিষদের কবিতা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে কবিতা উৎসব করেছে জাতীয় কবিতা পরিষদ জামালপুর। জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা এতে অংশ নেন। চারটি পর্বে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।

৪ অক্টোবর, শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কবিতা উৎসব অনুষ্ঠান। প্রথম পর্বে কবি শ্বেতা শতাব্দী এষের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়। শোক-শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন কবি তারিকুল ফেরদৌস। পরে শুরু হয় কবিতালাপ পর্ব। কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডাক্তার তারিক মেহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দুই পর্বে সভাপতিত্ব করেন কবিতা পরিষদ জামালপুরের সভাপতি কবি ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী।

কবি মাহবুব বারীর সভাপতিত্বে ও বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘কবিদের কবিতা পাঠ’ শিরোনামে কবিতা উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এই তিনটি পর্বে অংশ নিয়ে কবিতা পাঠ করেন কবি মাহবুব বারী, কবি ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি আরিফুর রহমান, কবি এরশাদ জাহান, কবি হারুন দুলাল, কবি এ এম তাহের, কবি দীপংকর দাশ, কবি মল্লিকা দাশ, কবি রফিকুল ইসলাম তাহের, কবি মনিরুল হক নোবেল, কবি কামাল হোসেন মুসা, কবি ঝর্ণারানী দাশ, কবি আবু সায়েম সাদাতউল করীম, কবি শাহেদা ফেরদৌসী, কবি লাকী লতিফা, কবি শেখ ফয়জুর রহমান, কবি শওকত জামান, কবি খান মোশাররফ হোসেন, কবি আশকর আলী ফকির, কবি আরিফুর রহমান, কবি ক্ষ্যাপা পারভেজ, কবি সেলিনা আক্তার, কবি তৌহিদ আহমেদ লিখন, কবি সুলতান আরেফিন আদিত্য, কবি রবিউল আলম টুকু, কবি আশরাফ আলী, কবি নূরুল ইসলাম, কবি আজাদ সরকার, কবি লিয়াকত হোসেন, কবি প্রতিমা ধর, কবি আতিকুল রহমান খান, কবি ফরিদুল হক প্রমুখ।

পরে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা উৎসবের চতুর্থ পর্বে কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, বাচিকশিল্পী হৃদয় লোহানী, এম আর আই রাসেল, বাচিকশিল্পী আহমেদ আল কাদরী লিটন, বাচিকশিল্পী মানসী গোস্বামী, বাচিকশিল্পী শারমিন সারা, বাচিকশিল্পী অনন্যা সাহা প্রমুখ।