‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ স্লোগান সামনে রেখে বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে চারটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
২২ আগস্ট, শুক্রবার বিডি ক্লিন জামালপুরের উদ্যোগে জামালপুর শহরের রেলস্টেশন ইয়ার্ড, ফৌজদারি মোড়, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও বাইপাস এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

বিডি ক্লিন জামালপুরের ৪৫ জন সদস্য চারটি দলে ভাগ হয়ে একযোগে এ অভিযান পরিচালনা করে। বিডি ক্লিন জামালপুর জেলা শাখার সমন্বয়ক মেহেদী হাসান সুলতান ও উপসমন্বয়ক সাইফুল ইসলাম এতে নেতৃত্ব দেন।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন সারাদেশে ১০০টি স্থান পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। যার ধারাবাহিকতায় জামালপুরেও চারটি স্থান পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, বিডি ক্লিন জামালপুরের সদস্যরা পরিচ্ছন্ন পরিবেশ গঠনে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সামাজিক আন্দোলন হিসাবে বিডি ক্লিন অন্যান্য সমাজশক্তির সাথে সহায়ক ভূমিকা রাখছে। জামালপুর পৌর শহরকে আবর্জনামুক্ত করতে বিডি ক্লিন আরও গুরুতৃবপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 









