বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে ১৪ জুলাই, সোমবার বিএনপির সদস্যপদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
দুরমুট মিয়াবাড়ী প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

দুরমুট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান ঠাণ্ডা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু, পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম, আব্দুর রহিম, যুবদলনেতা হেলাল উদ্দিন, ছাত্রদলনেতা মারুফ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।