জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উদযাপিত হযেছে। এ উপলক্ষ্যে ৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ও সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, জামালপুর নিউজ টুয়েন্টিফোরডটকম এর প্রকাশক শোয়েব হোসেন, মোহনা টিভির সাংবাদিক ওসমান হারুনী, দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা, নিউজটেয়েন্টিফোর টিভির সাংবাদিক তানভীর আজাদ মামুন, এখন টিভির সাংবাদিক জুয়েল রানা, বাংলা টিভির সাংবাদিক নূর মো. ফজলুল করিম কাওসার, একুশে টিভির সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির সাংবাদিক বাহাউদ্দিন খান, কালের কণ্ঠের সাংবাদিক রকিব হাসান নয়ন, এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, এনটিভি অনলাইন বিভাগের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ, সময় উপযোগী ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে এনটিভি। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে সামনের দিনগুলোতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি দর্শকদের কাছে আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিরা এনটিভির জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।