জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার আরিফ মিয়া (২১) নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে। ২ জুলাই, বুধবার বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকার সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী এলাকার মুকুল মিয়ার ছেলে আরিফ। তিনি দীর্ঘদিন ধরে চর জামিরা বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করে আসছিলেন। ২ জুলাই বিকালে একটি মোটরসাইকেল মেরামত করে রাস্তায় সেটি অনুশীলন করছিল। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করে। ভাটারা হাসিল বটলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি।