শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর আনন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ২৭ জুন, শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বলাইয়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর আনন্দ বাজার পর্যন্ত তিন কিলোমিটার এ কাঁচা রাস্তাটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কোন ধরনের উন্নয়ন হয়নি। এতে শুকনা মৌসুমে ধুলোবালি এবং বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাঁদামাটি একাকার হয়ে কাঁচা রাস্তায় যাতায়াতে গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগের কবলে পড়েছেন।

কৃষিপণ্য বাজারজাত করতে সীমাহীন সমস্যায় পড়তে হয় সেই সাথে বর্ষায় ভাড়া গুণতে হয় দ্বিগুণ, তিনগুণ। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও ধুলোবালি ও কাঁদা পানির কারণে বিপাকে পড়ে এ রাস্তায় চলাচল করতে যেয়ে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীকেও দ্রুত সময়ে হাসপাতালে নেয়া যায় না। এ জন্য ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্ত করে দ্রুত পাকা করার দাবি জানান বক্তারা।