ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ঢাকায় ব্যবসায়ী হত্যা : বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল ঢাকায় ব্যবসায়ী হত্যা : প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ঢাকায় ব্যবসায়ী হত্যা : জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মাদারগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন ক্রীড়াবিদ আউয়ালের স্মরণসভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযান : নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে

সারা বিশ্বেই সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা : ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর সভাপতি ও সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেছেন, শুধু বাংলাদেশেই না। সারাবিশ্বেই সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। তাই সাংবাদিকদেরকে এই বিষয়টিই মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ৭১টিভির ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী এসব কথা বলেন। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. ফারুকী বলেন, সাংবাদিকেরা সব সময় ‘এস্টাব্লিসমেন্ট’ এর মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সত্য বলতে চেষ্টা করে। ‘এস্টাব্লিসমেন্টে’কে যখন প্রশ্ন করবেন, যখন তার চোখে চোখ রেখে কথা বলবেন, সেটি কিন্তু সে সহজভাবে নিতে পারবেন না। কেননা ‘এস্টাব্লিসমেন্ট’ সব সময় শক্তিশালী হয়। রাষ্ট্র যখন ট্র্যাক ছেড়ে ভিন্ন দিকে যেতে চায়, তখন তাকে প্রশ্ন করে, তাকে ঠেলে ধাক্কা দিয়ে তাকে ট্র্যাকের মধ্যে তুলবার কাজটা যেসব প্রতিষ্ঠানগুলো করে, তার মধ্যে সর্বাধিকগণ্য হচ্ছে এই সাংবাদিকেরাই। কাজেই আমরা কি ভূমিকা পালন করছি। সেটিই আমাদের প্রশ্ন করে তার উত্তর পেতে হবে।

তিনি বিভ্রান্তিকর বা অসত্য খবর প্রসঙ্গে বলেন, ব্যক্তিবিশেষ বিভ্রান্তিকর বা অসত্য খবর প্রচার করে থাকে। মিডিয়া সেখানে সত্য অনুসন্ধান করে। আজকে এমন একটা পাবলিক মনোভাব তৈরি হয়েছে যে, মিডিয়াই বরং বিভ্রান্তিকর সংবাদ তৈরি করে এবং পাবলিক বা জনগণ তার সত্য অনুসন্ধান করে। এটা খুবই দু:খজনক। সমাজ, ব্যক্তি ও রাষ্ট্রের জন্য খুবই দু:খজনক।

তিনি সাংবাদিকদের প্রতি সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়ে বলেন, আমরা সেই পরিস্থিতি থেকে সরে আসতে পারি কিনা, সেই চেষ্টাই আমাদের করতে হবে। কেননা আমরা সত্যটাকে মানুষের কাছে তুলে ধরতে চাই। এখন এতো প্রতিযোগিতা যে, এখন সাংবাদিক যদি গ্রহণযোগ্য না হতে পারেন, তাহলে আপনি ছিটকে পড়বেন। সাংবাদিক যদি তার আস্থা এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারেন। তাহলে আপনি ছিটকে যাবেন এটাই বাস্তবতা।

সাংবাদিকদের ঐক্যের গুরুত্ব প্রসঙ্গে ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, এই বাস্তবতায় আমরা প্রত্যাশা করি মিডিয়া যেন দালালি না করে। দালালি করাটা কিন্তু খুব সহজ। বিশেষ করে ‘এস্টাব্লিসমেন্ট’ এর দালালি করা বা তার নেকনজরে থাকা। এটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু তাকে প্রশ্ন করে তাকে সঠিক জায়গায় রাখার ব্যবস্থা করে, আপনি টিকে থাকবেন কখন, যখন আপনারা সবাই সম্মিলিতভাবে থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবার মনোভাব নিয়ে যখন থাকবেন।

তিনি বলেন, জনগণকে আস্থায় নিয়ে যদি মিডিয়া জনগণের আস্থায় আসে তাহলেই আস্থাপূর্ণ সংবাদ মাধ্যম গড়ে উঠতে পারবে। আমাদের সমাজের সুস্থতার জন্য সেটিই আসলে দরকার।

জামালপুর : আলোচনা সভা শেষে প্রধান অতিথি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৭১ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল মামুন সরকার ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম শুভ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ৭১ টিভি চ্যানেলের জামালপুরের সাংবাদিক আনসারী সুমন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, প্রতিদিনের সংবাদের সাংবাদিক মো. মনজুরুল হক, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি নয়াদিগন্তের সাংবাদিক মো. ইব্রাহিম হোসেন লেবু ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কবি জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৭১ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ৭১ টিভি চ্যানেলের জামালপুর জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ সুধীবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সারা বিশ্বেই সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা : ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী

আপডেট সময় ১১:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর সভাপতি ও সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেছেন, শুধু বাংলাদেশেই না। সারাবিশ্বেই সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। তাই সাংবাদিকদেরকে এই বিষয়টিই মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ৭১টিভির ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী এসব কথা বলেন। জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. ফারুকী বলেন, সাংবাদিকেরা সব সময় ‘এস্টাব্লিসমেন্ট’ এর মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সত্য বলতে চেষ্টা করে। ‘এস্টাব্লিসমেন্টে’কে যখন প্রশ্ন করবেন, যখন তার চোখে চোখ রেখে কথা বলবেন, সেটি কিন্তু সে সহজভাবে নিতে পারবেন না। কেননা ‘এস্টাব্লিসমেন্ট’ সব সময় শক্তিশালী হয়। রাষ্ট্র যখন ট্র্যাক ছেড়ে ভিন্ন দিকে যেতে চায়, তখন তাকে প্রশ্ন করে, তাকে ঠেলে ধাক্কা দিয়ে তাকে ট্র্যাকের মধ্যে তুলবার কাজটা যেসব প্রতিষ্ঠানগুলো করে, তার মধ্যে সর্বাধিকগণ্য হচ্ছে এই সাংবাদিকেরাই। কাজেই আমরা কি ভূমিকা পালন করছি। সেটিই আমাদের প্রশ্ন করে তার উত্তর পেতে হবে।

তিনি বিভ্রান্তিকর বা অসত্য খবর প্রসঙ্গে বলেন, ব্যক্তিবিশেষ বিভ্রান্তিকর বা অসত্য খবর প্রচার করে থাকে। মিডিয়া সেখানে সত্য অনুসন্ধান করে। আজকে এমন একটা পাবলিক মনোভাব তৈরি হয়েছে যে, মিডিয়াই বরং বিভ্রান্তিকর সংবাদ তৈরি করে এবং পাবলিক বা জনগণ তার সত্য অনুসন্ধান করে। এটা খুবই দু:খজনক। সমাজ, ব্যক্তি ও রাষ্ট্রের জন্য খুবই দু:খজনক।

তিনি সাংবাদিকদের প্রতি সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়ে বলেন, আমরা সেই পরিস্থিতি থেকে সরে আসতে পারি কিনা, সেই চেষ্টাই আমাদের করতে হবে। কেননা আমরা সত্যটাকে মানুষের কাছে তুলে ধরতে চাই। এখন এতো প্রতিযোগিতা যে, এখন সাংবাদিক যদি গ্রহণযোগ্য না হতে পারেন, তাহলে আপনি ছিটকে পড়বেন। সাংবাদিক যদি তার আস্থা এবং গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারেন। তাহলে আপনি ছিটকে যাবেন এটাই বাস্তবতা।

সাংবাদিকদের ঐক্যের গুরুত্ব প্রসঙ্গে ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, এই বাস্তবতায় আমরা প্রত্যাশা করি মিডিয়া যেন দালালি না করে। দালালি করাটা কিন্তু খুব সহজ। বিশেষ করে ‘এস্টাব্লিসমেন্ট’ এর দালালি করা বা তার নেকনজরে থাকা। এটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু তাকে প্রশ্ন করে তাকে সঠিক জায়গায় রাখার ব্যবস্থা করে, আপনি টিকে থাকবেন কখন, যখন আপনারা সবাই সম্মিলিতভাবে থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবার মনোভাব নিয়ে যখন থাকবেন।

তিনি বলেন, জনগণকে আস্থায় নিয়ে যদি মিডিয়া জনগণের আস্থায় আসে তাহলেই আস্থাপূর্ণ সংবাদ মাধ্যম গড়ে উঠতে পারবে। আমাদের সমাজের সুস্থতার জন্য সেটিই আসলে দরকার।

জামালপুর : আলোচনা সভা শেষে প্রধান অতিথি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৭১ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আল মামুন সরকার ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম শুভ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ৭১ টিভি চ্যানেলের জামালপুরের সাংবাদিক আনসারী সুমন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, প্রতিদিনের সংবাদের সাংবাদিক মো. মনজুরুল হক, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি নয়াদিগন্তের সাংবাদিক মো. ইব্রাহিম হোসেন লেবু ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কবি জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ৭১ টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ৭১ টিভি চ্যানেলের জামালপুর জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ সুধীবৃন্দ অংশ নেন।