ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ঢাকায় ব্যবসায়ী হত্যা : বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল ঢাকায় ব্যবসায়ী হত্যা : প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ ঢাকায় ব্যবসায়ী হত্যা : জামালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মাদারগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ মাদারগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন ক্রীড়াবিদ আউয়ালের স্মরণসভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযান : নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্ধ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে

সরিষাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সরিষাবাড়ী : পার্টনার কংগ্রেসে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-পার্টনার কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষিতে রূপান্তর, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পুষ্টির মানোন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কৃষির স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ জুন, মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীন ও আল-আমিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষবেরাও বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কৃষিখাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন দেশের গ্রামীণ জনগণ। এসব উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

এছাড়াও কৃষকদের পারিবারিকভাবে তরল জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি চর্চা প্রসারে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক ও সুধী জন  অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-পার্টনার কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষিতে রূপান্তর, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পুষ্টির মানোন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কৃষির স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ জুন, মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীন ও আল-আমিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষবেরাও বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কৃষিখাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন দেশের গ্রামীণ জনগণ। এসব উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

এছাড়াও কৃষকদের পারিবারিকভাবে তরল জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি চর্চা প্রসারে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক ও সুধী জন  অংশ নেন।