জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজার এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে কটূক্তি ও কারানির্যাতিত বিএনপির সমর্থক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা জলিলের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ওই বিএনপি সমর্থক।
১৩ জুন, শুক্রবার সকালে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারে স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত আব্দুল জলিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
জানা গেছে, ৩০ মে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারে আকবর আলীর হোটেলে চায়ের আড্ডায় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বিএনপিনেতা সুলতান মাহমুদকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতা-কর্মীরা সোখানে উপস্থিত ছিলেন।
পরে ওই আওয়ামী লীগ নেতার এমন মন্তব্যের প্রতিবাদ করলে তিনি উপস্থিত সুলতান মাহমুদসহ বিএনপি নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বিএনপিনেতা সুলতান মাহমুদ জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে অভিযোগকারী সুলতান মাহমুদ বলেন, বর্তমান সময়েও ফ্যাসিস্ট আওয়ামী লীগনেতার এরকম মন্তব্য আমাদের ভাবিয়ে তুলছে। তাহলে কি স্বৈরাচারেরা এখনও তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি অবিলম্বে ওই আওয়ামী লীগনেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলম বলেন, বিষয়টি শুনেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগনেতা আব্দুল জলিল এ প্রতিবেদককে বলেন, আমি এমন কোন মন্তব্য করিনি। বরং শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়েছে। তাকে নিয়ে কথা বলেছি।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর আশেকীন এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।