জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার উত্তর চরবওলা এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব বি দলকে ১-০ গোলে পরাজিত করেছে। পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৪০ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দল পেয়েছে ৩২ ইঞ্চি এলইডি টিভি। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান এবং বিশেষ অতিথি ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, আতিকা-আনিকা কন্সস্ট্রাকশনের স্বত্বাধিকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুজন, বালিজুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, উত্তর চরবওলা এলাকার সমাজসেবক মিজানুর রহমান মিজান, হোসাইন আহম্মেদ সাগর প্রমুখ।
ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।