‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ১১ জুন, বুধবার সকালে উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের উদ্যোগে উত্তর জোড়খালী এলাকায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে এই গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের সহসভাপতি মামুন আহমেদ, খবির উদ্দিন আহমেদ মনজিল, মিরাজুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক হোসেন সাদি, ইয়াকুব আলী সজিব, প্রধান পৃষ্ঠপোষক লেমন মিয়া, দপ্তর সম্পাদক নাহিদ মিয়া, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সাফিউল ইসলাম, সহ-কর্ম ও পরিকল্পনা সম্পাদক শরীফ হোসেন সাফি, সহ-সম্পাদক রাজিব, কার্যকরী সদস্য শামিম, আসিফ, মাফি, তাকবীর, আরিফ, মিলনসহ স্থানীয় সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উত্তর জোড়খালী মানব উন্নয়ন ও ক্রীড়া সংঘের সভাপতি হামিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বৃক্ষ পরিবেশের অকৃত্রিম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে গাছ রোপণ। তাই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের বাঁচার জন্য আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।