ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পেল পুরস্কার, সম্মাননা

সরিষাবাড়ী : ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় পুরস্কার নিচ্ছে এক শিক্ষার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্গম যমুনার চর এলাকায় দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কারে ভূষিত করেছে অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন। ৯ জুন, সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে যমুনার চরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন’।

বৃত্তি পরীক্ষার পাশাপাশি অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, আলোচনা সভা, ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী। পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, প্রাইজ মানি এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সরিষাবাড়ী : ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় পুরস্কার নিচ্ছে এক শিক্ষার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয় ২৪টি হাই স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, ডাক্তার মুস্তাফিজুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ, আব্দুল কাদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, এক দিনে সহস্রাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া, মূল্যায়ন করা এবং অনুষ্ঠান শেষ করা বেশ কঠিন ছিল। তবে স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে একটি প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন সম্ভব হয়েছে।

তারা আরও বলেন,‘টাচ দ্য ড্রিম’ স্লোগানকে সামনে রেখে আয়োজক সংস্থা ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন গত চার বছর ধরে এই আয়োজন করে আসছে। সংস্থাটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তাদের মূলনীতির ভিত্তিতে, সংগঠনটি শিক্ষার্থীদের মেধা উন্নয়ন, উচ্চশিক্ষায় প্রবেশ, আর্থিক সহায়তা এবং সামাজিক সচেতনতায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সরিষাবাড়ী : ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে একটি ল্যাপটপ পুরস্কার পেয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান। মিজানুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেছে, প্রথমবার কোন বৃত্তি পরীক্ষায় অংশ নিলাম। আগে কখনও ভাবিনি এভাবে পরীক্ষার পর ফলাফলও ঘোষণা হবে। আবার পুরস্কারও পাওয়া যাবে। এত বড় আয়োজন আমাদের মত গ্রামের শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

আরেক পরীক্ষার্থী ইশিতা আক্তার বলেছে, পরীক্ষাটা খুবিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু ভাল লেগেছে। এখানে এসে বুঝলাম পড়াশোনার বাইরে কত কিছু শেখার আছে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে আমাদের জন্য এত কিছু করেন, সেটা দেখে ভাল লাগল। বড় হয়ে আমিও এভাবে কিছু করতে চাই।

সংগঠনের সভাপতি মুদ্দাসির রহমান এ প্রতিবেদককে বলেন, এই ধরনের আয়োজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করে।

জনপ্রিয় সংবাদ

ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পেল পুরস্কার, সম্মাননা

আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

দুর্গম যমুনার চর এলাকায় দেড় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কারে ভূষিত করেছে অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন। ৯ জুন, সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে যমুনার চরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন’।

বৃত্তি পরীক্ষার পাশাপাশি অনুষ্ঠিত হয় উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, আলোচনা সভা, ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী। পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, প্রাইজ মানি এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সরিষাবাড়ী : ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় পুরস্কার নিচ্ছে এক শিক্ষার্থী। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয় ২৪টি হাই স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী সুমন মিয়া, ডাক্তার মুস্তাফিজুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ, আব্দুল কাদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, এক দিনে সহস্রাধিক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া, মূল্যায়ন করা এবং অনুষ্ঠান শেষ করা বেশ কঠিন ছিল। তবে স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে একটি প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন সম্ভব হয়েছে।

তারা আরও বলেন,‘টাচ দ্য ড্রিম’ স্লোগানকে সামনে রেখে আয়োজক সংস্থা ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশন গত চার বছর ধরে এই আয়োজন করে আসছে। সংস্থাটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তাদের মূলনীতির ভিত্তিতে, সংগঠনটি শিক্ষার্থীদের মেধা উন্নয়ন, উচ্চশিক্ষায় প্রবেশ, আর্থিক সহায়তা এবং সামাজিক সচেতনতায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সরিষাবাড়ী : ইডুকেশন গ্রোয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে একটি ল্যাপটপ পুরস্কার পেয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান। মিজানুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেছে, প্রথমবার কোন বৃত্তি পরীক্ষায় অংশ নিলাম। আগে কখনও ভাবিনি এভাবে পরীক্ষার পর ফলাফলও ঘোষণা হবে। আবার পুরস্কারও পাওয়া যাবে। এত বড় আয়োজন আমাদের মত গ্রামের শিক্ষার্থীদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

আরেক পরীক্ষার্থী ইশিতা আক্তার বলেছে, পরীক্ষাটা খুবিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু ভাল লেগেছে। এখানে এসে বুঝলাম পড়াশোনার বাইরে কত কিছু শেখার আছে। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে আমাদের জন্য এত কিছু করেন, সেটা দেখে ভাল লাগল। বড় হয়ে আমিও এভাবে কিছু করতে চাই।

সংগঠনের সভাপতি মুদ্দাসির রহমান এ প্রতিবেদককে বলেন, এই ধরনের আয়োজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করে।