জামালপুর সদর উপজেলার নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন, শনিবার সকাল ৯টায় নরুন্দি বেপারীপাড়ায় বৃহদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, নিয়ামত উল্লাহ মুন্সি প্রজন্মের পক্ষে ইঞ্জিনিয়ার সোহেল রানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নরুন্দি ইউনিয়নের প্রাচীন সবচেয়ে বড় এই ঈদগাহ মাঠ। প্রতি বছর দুই ঈদের নামাজ বড় জামাতে নরুন্দি কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। মুসুল্লিরা ঈদগাহ মাঠে এসে ঈদের নামাজ পড়তে সাচ্ছন্দ্যবোধ করেন। সে জন্য আমরা আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নিয়ে থাকি এই ঈদগাহে ইউনিয়নের বেশির ভাগ মানুষ ঈদের নামাজ পড়তে আসেন।

তারা আরও বলেন, এই ঈদগাহে যারা ঈদের নামাজ পড়ে তাদের দায়িত্বও অনেক। মুসুল্লিরা যাতে সুন্দর একটি পরিবেশে ঈদের নামাজ পড়তে পারে সেই দিকে খেয়াল রাখা সবার দায়িত্ব। আপনারা যদি সকলে সহযোগিতা না করেন তাহলে এ ঈদগাহ নামাজ পড়ার জন্য উপযোগী করে তোলা সম্ভব না। আগামী ঈদের নামাজ যাতে আরও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
ঈদের নামাজের জামাতে ইমামতি করেন নরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সুহাইল আহম্মেদ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতী সুহাইল আহম্মেদ।
এ ছাড়াও নরুন্দি ইউনিয়নের রেলওয়ে স্টেশন জামে মসজিদ ঈদগাহ, কচুনধরা ঈদগাহ, তারাগঞ্জ ঈদগাহ এবং আমলীতলা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।