‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে সিডস কর্মসূচির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৩ জুন, মঙ্গলবার এই দিবসটি উদযাপন করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘ সিডস প্রকল্প, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, টিভেট ফোরাম, সিএসপি ফোরাম, সংলাপ ও সংলাপ ফোরামের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্লাস্টিক পরিচ্ছন্ন অভিযান, শোভাযাত্রা, আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফডিপি পরিবার ও আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপের কিশোর-কিশোরীবৃন্দ, টিভেট ফোরামের যুবক-যুবতী, সিএসপি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরে সদর উপজেলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এতে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. রকিবুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য মোছা. বেদেনা বেগম উপস্থিত ছিলেন। মেষ্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য শেফালি বেগম, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

এতে অন্যান্যের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্লাস্টিক পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা ও আলোচনা সভায় ৭৯ জন পুরুষ ও ৬৮০ জন নারীসহ মোট ৭৫৯ জন অংশ নেন।
দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, মহিলা ইউপি সদস্য মানিকজান ও ইউপি সদস্য মো. আক্তার হোসেন, হাতিভাঙ্গা ইউপি সদস্য মো. হারুন অর রশীদ, আকন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়ানবী। এতে অন্যান্যের মধ্যে আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্লাস্টিক পরিচ্ছন্ন অভিযান, শোভাযাত্রা ও আলোচনা সভায় ৪৯ জন পুরুষ ও ৪২৮ জন নারীসহ মোট ৪৭৭ জন অংশ নেন।
ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, চর গোয়ালিনী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নাজমা বেগম ও মনজুয়ারা বেগম, গাইবান্ধা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল আলিম ও ইউপি সদস্য ইদ্রিস আলী, পলবান্ধা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম ও ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মান্না মিয়া এবং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছালাম মিয়া। এতে অন্যান্যের মধ্যে আত্মনির্ভশীর দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্লাস্টিক পরিচ্ছন্ন অভিযান, শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮৪ জন পুরুষ ও ৬১৭ জন নারীসহ মোট ৭০১ জন অংশ নেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার হিসাবে জামালপুর সদর উপজেলার ১২টি সংলাপের ২৪০ জন, ইসলামপুর উপজেলার ১৩টি সংলাপের ২৬০ জন ও দেওয়ানগঞ্জ উপজেলার ১২টি সংলাপের ২৪০ জন কিশোরীকে গাছের চারা দেওয়া হয়।
উপজেলাভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস পালনে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কর্মীরা সার্বিক সহায়তা প্রদান করে।