ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে ৪৬৬ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ

দেওয়ানগঞ্জ : চিকাজানি ইউনিয়নে চাল বিতরন করছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ৪৬৬ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। ২ জুন, সোমবার উপজেলার আটটি ইউনিয়নে এই চাল বিতরণ শুরু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ী, সদর এই আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৬৯৯ জন পরিবারের জন্য প্রতি পরিবার ১০ কেজি হিসাবে ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

দেওয়ানগঞ্জ : বাহাদুরাবাদ ইউনিয়নে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যন শাজাহান আলী। ছবি : বাংলারচিঠিডটকম

২ জুন সকালে সরেজমিনে দেখা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নে প্রতি জন কার্ডধারীকে ১০ কেজি হিসাবে সাত হাজার ৯৬১ পরিবারদের মাঝে ৭৯ দশমিক ৬১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী, সংযুক্ত কর্মকর্তা খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আনছার আলী উপস্থিত ছিলেন। চিকাজানি ইউনিয়নে পাঁচ হাজার ৮৭৪ জন পরিবারদের মাঝে ১০ কেজি হিসাবে ৫৮ দশমিক ৭৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, সংযুক্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা উপস্হিত ছিলেন।

হাতীভাঙ্গা ইউনিয়নে তিন হাজার ৯৬৩ জন কার্ডধারীদের মাঝে ১০ কেজি হিসাবে ৩৯ দশমিক ৬৩ মেট্রিক টন চাল বিরতণ করা হয়। চাল বিতরণ করেন হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংযুক্ত কর্মকর্তা সজল ভদ্র ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।

পাররামরামপুর ইউনিয়নে ৬হাজার ৩৩৬ জন পরিবারদের মাঝে ১০ কেজি হিসাবে ৬৩ দশমিক ৩৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন প্রশাসক আনছার আলী, সংযুক্ত কর্মকর্তা ফিরুজ আহাম্মেদ ও ইউপি সদস্য আমেজ আলী।

দেওয়ানগঞ্জ : হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরন করছেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৬৯৯ দরিদ্র ও অসহায় পরিবারদের জন্য প্রতি পরিবারকে ১০ কেজি হিসাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। প্রতিটি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মো. আতাউর রহমান এ প্রতিবেদকক বলেন, উপজেলায় যেন কোন অসহায় পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল আজহায় না খেয়ে থাকতে হয়, সে জন্য প্রতিটি ইউনিয়নে অসহায় পরিবারদের তালিকা করে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংযুক্ত কর্মকর্তা অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সহকারী অধ্যাপক ডাক্তার আবু হাসনাত করোনায় আক্রান্ত

দেওয়ানগঞ্জে ৪৬৬ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় ১১:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ৪৬৬ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। ২ জুন, সোমবার উপজেলার আটটি ইউনিয়নে এই চাল বিতরণ শুরু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ী, সদর এই আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৬৯৯ জন পরিবারের জন্য প্রতি পরিবার ১০ কেজি হিসাবে ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

দেওয়ানগঞ্জ : বাহাদুরাবাদ ইউনিয়নে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যন শাজাহান আলী। ছবি : বাংলারচিঠিডটকম

২ জুন সকালে সরেজমিনে দেখা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নে প্রতি জন কার্ডধারীকে ১০ কেজি হিসাবে সাত হাজার ৯৬১ পরিবারদের মাঝে ৭৯ দশমিক ৬১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান আলী, সংযুক্ত কর্মকর্তা খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আনছার আলী উপস্থিত ছিলেন। চিকাজানি ইউনিয়নে পাঁচ হাজার ৮৭৪ জন পরিবারদের মাঝে ১০ কেজি হিসাবে ৫৮ দশমিক ৭৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, সংযুক্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা উপস্হিত ছিলেন।

হাতীভাঙ্গা ইউনিয়নে তিন হাজার ৯৬৩ জন কার্ডধারীদের মাঝে ১০ কেজি হিসাবে ৩৯ দশমিক ৬৩ মেট্রিক টন চাল বিরতণ করা হয়। চাল বিতরণ করেন হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংযুক্ত কর্মকর্তা সজল ভদ্র ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।

পাররামরামপুর ইউনিয়নে ৬হাজার ৩৩৬ জন পরিবারদের মাঝে ১০ কেজি হিসাবে ৬৩ দশমিক ৩৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন প্রশাসক আনছার আলী, সংযুক্ত কর্মকর্তা ফিরুজ আহাম্মেদ ও ইউপি সদস্য আমেজ আলী।

দেওয়ানগঞ্জ : হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরন করছেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান এ প্রতিবেদককে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নে ৪৬ হাজার ৬৯৯ দরিদ্র ও অসহায় পরিবারদের জন্য প্রতি পরিবারকে ১০ কেজি হিসাবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। প্রতিটি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও মো. আতাউর রহমান এ প্রতিবেদকক বলেন, উপজেলায় যেন কোন অসহায় পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল আজহায় না খেয়ে থাকতে হয়, সে জন্য প্রতিটি ইউনিয়নে অসহায় পরিবারদের তালিকা করে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংযুক্ত কর্মকর্তা অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে।