পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ মে, বৃহস্পতিবার সকালে ইসলামপুরের সাপধরী ইউনিয়নের দুই হাজার ৪৪৪ জন গরীব অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে মোট ২৪ মেট্রিক টন খয়রাতি চাল বিতরণ চাল বিতরণ করা হয়েছে।
সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া নৌঘাটে ২৯ মে সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মো. আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, সাপধরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন প্রামানিক, সাপধরী ইউনিয়ন জামায়াতের সেক্রটারি মৌলানা ইমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।