ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কারা সংস্কার করতে চাচ্ছে না, এটা দিবালোকের মত স্পষ্ট : লুৎফর রহমান

জামালপুর : বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেছেন, কারা সংস্কার প্রশ্নে এই বাংলাদেশের গণমানুষের আকাঙ্খার বাস্তবায়ন চাচ্ছে। কারা সংস্কার করতে চাচ্ছে, আর কারা চাচ্ছে না, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট।

২৭ মে, মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর জেলা পরিষদের হলরুমে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লুৎফর রহমান বলেন, আগামীর বাংলাদেশে কোন নির্বাচন সংস্কার ব্যাতীত যদি হয়, সেই সংস্কারবিহীন নির্বাচনের পরেও যদি কোন ফ্যাসিস্ট আগামীর বাংলাদেশে আবার ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। যে ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশের স্বপ্নে যদি কেউ আঘাত করতে চায়, সেই স্বপ্নকে যদি কেউ হত্যা করতে চায়, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, আমাদের গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বিচার কার্যক্রম যেভাবে ধীরে চলছে এভাবে চললে ছাত্র-জনতা মেনে নিবে না। দ্রুত বিচার আইনের মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে অনতিবিলম্বে বিচার কার্যক্রম করে একটি সমাধানের দিকে যেতে হবে। কারণ ছাত্র-জনতা এখনও রাজপথে রয়েছে। শহীদ পরিবারের চোখ থেকে সন্তান হারানোর যে বেদনা আমরা এখনও তাদের চোখে দেখতে পাই। এখনও তাদের সাথে কথা বললে তাদের চোখে দিয়ে টলমল করে পানি পড়ে আমরা তা সহ্য করতে পারি না। আমরা আর সহ্য করব না। যে বিচার কার্যক্রম শুরু করেছে অনতিবিলম্বে সেটা শেষ করতে হবে।

জামালপুর : এনসিপির আলোচনা সভায় এনসিপির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

গণঅভ্যুত্থানের আকাঙ্খা নিয়ে লুৎফর রহমান বলেন, ২৪শের গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা সেটি নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অনেকেই পট পরিবর্তনের কথা বলে কিন্ত পট পরিবর্তন হয়নি। বাংলাদেশে জুলাই-আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে দু্ই হাজার মানুষ শহীদ হয়েছেন। এটা কোন ক্ষমতার পালাবদল নয়। এটি একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান।

মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা কো-অর্ডিনেটর শহিদুর সম্রাট, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইছহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

সভায় বক্তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেন ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে জেলার সাতটি উপজেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সহকারী অধ্যাপক ডাক্তার আবু হাসনাত করোনায় আক্রান্ত

কারা সংস্কার করতে চাচ্ছে না, এটা দিবালোকের মত স্পষ্ট : লুৎফর রহমান

আপডেট সময় ০৮:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেছেন, কারা সংস্কার প্রশ্নে এই বাংলাদেশের গণমানুষের আকাঙ্খার বাস্তবায়ন চাচ্ছে। কারা সংস্কার করতে চাচ্ছে, আর কারা চাচ্ছে না, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট।

২৭ মে, মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর জেলা পরিষদের হলরুমে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লুৎফর রহমান বলেন, আগামীর বাংলাদেশে কোন নির্বাচন সংস্কার ব্যাতীত যদি হয়, সেই সংস্কারবিহীন নির্বাচনের পরেও যদি কোন ফ্যাসিস্ট আগামীর বাংলাদেশে আবার ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। যে ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশের স্বপ্নে যদি কেউ আঘাত করতে চায়, সেই স্বপ্নকে যদি কেউ হত্যা করতে চায়, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন, আমাদের গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বিচার কার্যক্রম যেভাবে ধীরে চলছে এভাবে চললে ছাত্র-জনতা মেনে নিবে না। দ্রুত বিচার আইনের মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে অনতিবিলম্বে বিচার কার্যক্রম করে একটি সমাধানের দিকে যেতে হবে। কারণ ছাত্র-জনতা এখনও রাজপথে রয়েছে। শহীদ পরিবারের চোখ থেকে সন্তান হারানোর যে বেদনা আমরা এখনও তাদের চোখে দেখতে পাই। এখনও তাদের সাথে কথা বললে তাদের চোখে দিয়ে টলমল করে পানি পড়ে আমরা তা সহ্য করতে পারি না। আমরা আর সহ্য করব না। যে বিচার কার্যক্রম শুরু করেছে অনতিবিলম্বে সেটা শেষ করতে হবে।

জামালপুর : এনসিপির আলোচনা সভায় এনসিপির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

গণঅভ্যুত্থানের আকাঙ্খা নিয়ে লুৎফর রহমান বলেন, ২৪শের গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা সেটি নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অনেকেই পট পরিবর্তনের কথা বলে কিন্ত পট পরিবর্তন হয়নি। বাংলাদেশে জুলাই-আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে দু্ই হাজার মানুষ শহীদ হয়েছেন। এটা কোন ক্ষমতার পালাবদল নয়। এটি একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান।

মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা কো-অর্ডিনেটর শহিদুর সম্রাট, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইছহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

সভায় বক্তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেন ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে জেলার সাতটি উপজেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।