ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে পৌর নাগরিকসেবা নিশ্চিতের দাবিতে হাফিজ পাঠাগারের স্মারকলিপি পেশ

ইসলামপুর : ইউএনওকে স্মারকলিপি দেন হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসণ, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবা সহজকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. তৌহিদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে হাফিজ পাঠাগারের নেতৃবৃন্দ। ২২ মে বৃহস্পতিবার বিকালে সাহিত্য সংগঠন হাফিজ পাঠাগারের পক্ষে স্মারকলিপি পেশ করেন পাঠাগারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল।

স্মারকলিপিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইসলামপুর পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হিসাবে অন্তর্ভুক্ত হলেও পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, পরিবেশ সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থাসহ নাগরিক সুবিধা সহজকরণসহ নানান সমস্যায় সমাধানের বিষয় উল্লেখ করেন।

এছাড়াও প্রতিদিন হাজার-হাজার মানুষের আগমনে উপজেলা সদর মুখরিত হয়। প্রতিদিন রাস্তায় হাজারো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশার জন্য নির্ধারিকত কোন স্থান না থাকায় যেখানে সেখানে যাত্রী উঠানামা করানোর কারণে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে থাকে। এক্ষেত্রে পৌরসভার ভৌগোলিক অবস্থা বিবেচনা করে কয়েকটি অটোরিকশার জন্য নির্ধারিত স্থানের দাবি জানানো হয়।

এছাড়াও পৌরসভার যেখানে সেখানে অনুমোদনবিহীন মিলকারখানাসহ পৌরসভায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনার ফলে মশা-মাছির উপদ্রবে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠছে। এই অবস্থা উত্তরণের জন্য বিভিন্ন স্থানে ডাস্টবিনের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাঝে-মধ্যে মশক নিধন কার্যক্রম চালু রাখার অনুরোধ জানানো হয়। পৌরসভার নাগরিকদের জন্ম-মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান, প্রত্যয়নপত্র প্রদান, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ, কলহ-বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য আদালতের কার্যক্রম জোরদার, যানজট নিরসনে পৌরসভার থানা মোড়, মাদরাসা মোড় ও রেলগেটে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি পেশ করার সময় হাফিজ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সহকারী অধ্যাপক ডাক্তার আবু হাসনাত করোনায় আক্রান্ত

ইসলামপুরে পৌর নাগরিকসেবা নিশ্চিতের দাবিতে হাফিজ পাঠাগারের স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৯:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জামালপুরের ইসলামপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসণ, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকসেবা সহজকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. তৌহিদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে হাফিজ পাঠাগারের নেতৃবৃন্দ। ২২ মে বৃহস্পতিবার বিকালে সাহিত্য সংগঠন হাফিজ পাঠাগারের পক্ষে স্মারকলিপি পেশ করেন পাঠাগারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল।

স্মারকলিপিতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ইসলামপুর পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হিসাবে অন্তর্ভুক্ত হলেও পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি, পরিবেশ সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থাসহ নাগরিক সুবিধা সহজকরণসহ নানান সমস্যায় সমাধানের বিষয় উল্লেখ করেন।

এছাড়াও প্রতিদিন হাজার-হাজার মানুষের আগমনে উপজেলা সদর মুখরিত হয়। প্রতিদিন রাস্তায় হাজারো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশার জন্য নির্ধারিকত কোন স্থান না থাকায় যেখানে সেখানে যাত্রী উঠানামা করানোর কারণে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটে থাকে। এক্ষেত্রে পৌরসভার ভৌগোলিক অবস্থা বিবেচনা করে কয়েকটি অটোরিকশার জন্য নির্ধারিত স্থানের দাবি জানানো হয়।

এছাড়াও পৌরসভার যেখানে সেখানে অনুমোদনবিহীন মিলকারখানাসহ পৌরসভায় পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ময়লা-আবর্জনার ফলে মশা-মাছির উপদ্রবে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠছে। এই অবস্থা উত্তরণের জন্য বিভিন্ন স্থানে ডাস্টবিনের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাঝে-মধ্যে মশক নিধন কার্যক্রম চালু রাখার অনুরোধ জানানো হয়। পৌরসভার নাগরিকদের জন্ম-মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান, প্রত্যয়নপত্র প্রদান, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ, কলহ-বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য আদালতের কার্যক্রম জোরদার, যানজট নিরসনে পৌরসভার থানা মোড়, মাদরাসা মোড় ও রেলগেটে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি পেশ করার সময় হাফিজ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।