জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম জাবেদ (৪০) নামে একজন যাত্রী নিহত হয়েছেন। ১৯ মে সোমবার সন্ধ্যায় পৌরসভার তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে মূলবাড়ি নতুন মসজিদ ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম জাবেদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মে সন্ধ্যা ৬টার দিকে সেলিম জাবেদ আরামনগর হাট থেকে কেনাকাটা করে অটোবাইকে বাড়ি ফিরছিলেন। পথে তারাকান্দি- সরিষাবাড়ী সড়কের মুলবাড়ী ব্রিজপাড় এলাকায় পৌঁছলে চাকা ফেটে অটোবাইকটি উল্টে পড়ে যায়। এ সময় চাকা ও ব্যাটারির নিচে পড়েন সেলিম জাবেদ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনিসংহে যাওয়ার পথে মারা যান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ হাসান এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।