জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকের হেলপার রাশেদ নিহত হয়েছেন। ১৭ মে শনিবার রাতে উপজেলার পাথরেরচর-তারাটিয়া সড়কের উত্তর মোয়ামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিষকাঠালী গ্রামের সবুজ শেখের ছেলে।
জানা গেছে, ট্রাকটি ১৭ মে রাতে পাররামরাম ইউনিয়নের ঝাউডাঙ্গা বাজার থেকে ভুট্টা বোঝাই করে পাথরেরচর হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মোয়ামারি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের হেলপার। সংবাদ পেয়ে রাজীবপুর ফায়ার সার্ভিসের কর্মী ও তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপার রাশেদকে উদ্ধার করেন। তাকে রাজিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্বাস আলী এ প্রতিবেদককে বলেন, ভুট্টবোঝাই ট্রাকটি পাথরেরচর হয়ে ঢাকা যাওয়ার পথে মোয়ামারি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। এতে হেলপার রাশেদ মারা যান।