জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের সদস্যদের কাছে চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিজড়া আরিফা ইয়াসমিন ময়ুরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদারগঞ্জ হিজড়া সম্প্রদায় ও ছাত্রসমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিন্দি, আয়নাল, শিমুল ও নাতাশা হিজড়া। বক্তারা বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরী মাদারগঞ্জে এসে হিজড়াদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, মারধর ও নির্যাতন করছেন। প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। চাঁদাবাজির টাকায় ময়ুরী জামালপুর শহরে বহুতল বাড়িসহ অঢেল সম্পদ গড়ে তুলেছেন। অনতিবিলম্বে ময়ুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় তারা স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান।
মানববন্ধন কর্মসূচিতে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের লোকজন অংশ নেন।