জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে আতিকুর রহমান রাসেল (২৩) নামে একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩ মে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে প্রক্সি পরীক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে এই সাজা দেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। আটক আতিকুর রহমান রাসেল স্থানীয় পোড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে। ইসলামপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। বিষপান করে গুরুতর অসুস্থ খালাত ভাই আরমান আহম্মদের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়েছিল সে। আরমান ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে। সে ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার এ প্রতিবেদককে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।