বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চুক্তিবদ্ধ আলুবীজ চাষীদের ২০২৪-২০২৫ অর্থ বছরে আলুবীজের কেজিপ্রতি ৮ টাকা থেকে ১০ টাকা কম মূল্য নির্ধারণ করায় প্রতিবাদ ও ন্যায্যমূল্য দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছের কৃষকেরা। ১২ মে সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জামালপুর বিএডিসির চুক্তিবদ্ধ আলুবীজ চাষীরা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএডিসির চুক্তিবদ্ধ আলুবীজ কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রুহুল আমীন মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবীবুর রহমান রুমেল, বিএডিসির চুক্তিবদ্ধ আলুবীজ জামালপুর কৃষক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দীন ও আলুবীজ চাষী আবুল কালাম।
বক্তারা বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে বিএডিসি থেকে ভিত্তিবীজ কিনেছিলাম ৪৮ টাকা থেকে ৫৪ টাকা দরে। উৎপাদিত বীজআলুর দর পেয়েছি ৩৫ টাকা থেকে ৩৭ টাকা কেজি। অথচ বাইরে খাবার আলুর দর ছিল ৭০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত। কিন্তু বিএডিসির সাথে চুক্তিবদ্ধ বিধায় বাইরে কোন আলু বিক্রি করি নাই। বিএডিসির চাহিদামত আলুবীজ সরবরাহ করেছি। যার ফলশ্রুতিতে বিএডিসি ব্যাপক লাভবান হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসি ভিত্তিবীজের দাম নিয়েছে ৬০ টাকা থেকে ৬২ টাকা দরে। এত উচ্চ মূল্যে বীজ, সার, কীটনাশক, ব্যবহার করে বীজের উৎপাদন খরচ বেড়ে অঞ্চলভেদে দাঁড়িয়েছে ৩০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত। কিন্তু অতীব দুঃখের বিষয় কিছু কিছু জোন থেকে অপ্রত্যাশিতভাবে যে উৎপাদন খরচ দেখিয়েছে তা চাষীদের উৎপাদিত খরচের সাথে কোন সামঞ্জস্য নেই।
এই অসামঞ্জস্যপূর্ণ উৎপাদন খরচ এবং খাবার আলুর নিম্নমুখী দর দেখে এ অর্থবছরে মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ২৬ টাকা থেকে ২৮ টাকা পর্যন্ত। আমরা ভেবেই পাচ্ছি না ওই বছর ৪৮ টাকা থেকে ৫৪ টাকা দরে ভিত্তিবীজ কিনে দর পেয়েছি প্রতি কেজি ৩৫ টাকা থেকে ৩৭ টাকা পর্যন্ত। এ বছর ৬০ টাকা থেকে ৬২ টাকা দরে ভিত্তিবীজ কিনে দর পেলাম ২৬ টাকা থেকে ২৮ টাকা পর্যন্ত। সত্যিই এতে চুক্তিবদ্ধ চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে।
বক্তারা আরও বলেন, তাই দীর্ঘদিনের পরীক্ষিত বিএডিসি আলুবীজের চুক্তিবদ্ধ চাষীদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে আলুবীজের মূল্য গত অর্থ বছরের চাইতেও প্রতি কেজিতে দুই টাকা বেশি অর্থাৎ৩৭ টাকা থেকে ৩৯ টাকা পর্যন্ত নির্ধারণ করে নিরীহ কৃষকদের মুখে হাসি ফুটানোর জোর দাবি জানাচ্ছি।