ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার ১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম হাটচন্দ্রায় মাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ইসলামপুরে এক মাদরাসা শিক্ষক বহিষ্কার গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে : রিজওয়ানা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

লাল কার্ডের জন্য এমবাপ্পের দুঃখ প্রকাশ

বাজে একটি চ্যালেঞ্জের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এ জন্য এমবাপ্পে দুঃখ প্রকাশ করেছেন ।ছবি : সংগৃহীত

১৩ এপ্রিল রবিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে বাজে একটি চ্যালেঞ্জের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি জানিয়েছেন এই কার্ডের জন্য এমবাপ্পে দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে ডেভিড জানান, নিজের ভুল বুঝতে পেরেছেন এই ফরাসি তারকা।

৩৪ মিনিটে এডুয়ার্ডো কামভিনগার একমাত্র গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। এর আগে ফাউলের কারনে রাউল আসেনসিওর গোল বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে মিডফিল্ডার এন্টোনিও ব্ল্যাঙ্কোকে একটি হাই ট্যাকেল করতে গিয়ে বাজেভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। ভিএআর পরীক্ষার পর এমবাপ্পেকে লাল কার্ড দেখানো হয়।

দ্বিতয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে গিয়ে আলাভেসের ডিফেন্ডার মানু সানচেজ লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করলে দুই দলই ১০জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করেছে।

লিগ শিরোপা দৌড়ে বার্সেলোনার সাথে টিকে থাকার জন্য এই মুহূর্তে পয়েন্ট হারানোটা রিয়ালকে কার্যত পিছিয়ে দিবে। গত ৫ এপ্রিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাদ্রিদের ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পাওয়ায় কালকের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ছিলেন না ডাগ আউটে। আলাভেসের বিপক্ষে জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় মাদ্রিদ এখন চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

মাদ্রিদ বস আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘এটা নিশ্চিত যে কিলিয়ান ইচ্ছে করে এতটা আগ্রাসন দেখায়নি। ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে সে ক্ষমা চেয়েছে। এটা স্পষ্টতই লাল কার্ডের চ্যালেঞ্জ ছিল। আর তার শাস্তি কিলিয়ানকে পেতে হয়েছে। এই কার্ডের আগে যে ছোটখাটো ফাউল প্রতিপক্ষ খেলোয়াড়রা কিলিয়ানকে লক্ষ্য করে করেছে হয়তোবা তারই বহি:প্রকাশ ছিল এই চ্যালেঞ্জ। তারপরও আমি বলবো এটাই মোটেই সঠিক পথ নয়। আমি মোটেই এর কোন বৈধতা দিচ্ছিনা। কিন্তু ঘটনাতো ঘটেই গেছে।’

গত গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেবার পর এটাই এমবাপ্পে প্রথম লাল কার্ড।

এর আগে পিএসজিতে থাকাকালীন লিগ ওয়ানে একবার ও কাপ প্রতিযোগিতায় দুইবার মিলিয়ে তিনটি লাল কার্ড পেয়েছিলেন এমবাপ্পে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন এমবাপ্পেকে কয় ম্যাচ নিষিদ্ধ করে তারই অপেক্ষায় রয়েছে মাদ্রিদ। তবে এ্যাথলেটিক ক্লাব ও গেতাফের বিরুদ্ধে লিগের আসন্ন দুটি ম্যাচ তিনি নিশ্চিত খেলতে পারছেন না।

আগামী ২৬ এপ্রিল কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

আনচেলত্তি বলেছেন, ‘আলাভেসের বিপক্ষে যা হয়েছে সেটা আমাদের জন্য কিছুটা হলেও কঠিন হয়ে গেল। কিন্তু তারপরও জয়ী হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে।’

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’

লাল কার্ডের জন্য এমবাপ্পের দুঃখ প্রকাশ

আপডেট সময় ০৯:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

১৩ এপ্রিল রবিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে বাজে একটি চ্যালেঞ্জের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি জানিয়েছেন এই কার্ডের জন্য এমবাপ্পে দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে ডেভিড জানান, নিজের ভুল বুঝতে পেরেছেন এই ফরাসি তারকা।

৩৪ মিনিটে এডুয়ার্ডো কামভিনগার একমাত্র গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। এর আগে ফাউলের কারনে রাউল আসেনসিওর গোল বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে মিডফিল্ডার এন্টোনিও ব্ল্যাঙ্কোকে একটি হাই ট্যাকেল করতে গিয়ে বাজেভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। ভিএআর পরীক্ষার পর এমবাপ্পেকে লাল কার্ড দেখানো হয়।

দ্বিতয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রকে আটকাতে গিয়ে আলাভেসের ডিফেন্ডার মানু সানচেজ লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করলে দুই দলই ১০জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করেছে।

লিগ শিরোপা দৌড়ে বার্সেলোনার সাথে টিকে থাকার জন্য এই মুহূর্তে পয়েন্ট হারানোটা রিয়ালকে কার্যত পিছিয়ে দিবে। গত ৫ এপ্রিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাদ্রিদের ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পাওয়ায় কালকের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি ছিলেন না ডাগ আউটে। আলাভেসের বিপক্ষে জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় মাদ্রিদ এখন চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

মাদ্রিদ বস আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘এটা নিশ্চিত যে কিলিয়ান ইচ্ছে করে এতটা আগ্রাসন দেখায়নি। ম্যাচ শেষে নিজের ভুল বুঝতে পেরে সে ক্ষমা চেয়েছে। এটা স্পষ্টতই লাল কার্ডের চ্যালেঞ্জ ছিল। আর তার শাস্তি কিলিয়ানকে পেতে হয়েছে। এই কার্ডের আগে যে ছোটখাটো ফাউল প্রতিপক্ষ খেলোয়াড়রা কিলিয়ানকে লক্ষ্য করে করেছে হয়তোবা তারই বহি:প্রকাশ ছিল এই চ্যালেঞ্জ। তারপরও আমি বলবো এটাই মোটেই সঠিক পথ নয়। আমি মোটেই এর কোন বৈধতা দিচ্ছিনা। কিন্তু ঘটনাতো ঘটেই গেছে।’

গত গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেবার পর এটাই এমবাপ্পে প্রথম লাল কার্ড।

এর আগে পিএসজিতে থাকাকালীন লিগ ওয়ানে একবার ও কাপ প্রতিযোগিতায় দুইবার মিলিয়ে তিনটি লাল কার্ড পেয়েছিলেন এমবাপ্পে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন এমবাপ্পেকে কয় ম্যাচ নিষিদ্ধ করে তারই অপেক্ষায় রয়েছে মাদ্রিদ। তবে এ্যাথলেটিক ক্লাব ও গেতাফের বিরুদ্ধে লিগের আসন্ন দুটি ম্যাচ তিনি নিশ্চিত খেলতে পারছেন না।

আগামী ২৬ এপ্রিল কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

আনচেলত্তি বলেছেন, ‘আলাভেসের বিপক্ষে যা হয়েছে সেটা আমাদের জন্য কিছুটা হলেও কঠিন হয়ে গেল। কিন্তু তারপরও জয়ী হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে।’