ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার ১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম হাটচন্দ্রায় মাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ইসলামপুরে এক মাদরাসা শিক্ষক বহিষ্কার গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে : রিজওয়ানা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত

মাদারগঞ্জে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

মাদারগঞ্জ : উপজেলা প্রশাসন বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২।

১৪ এপিল সোমবার সকাল ৯টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাওয়াই ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

রং-বেরঙের প্ল্যাকার্ড আর ব্যানার শোভিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদের খরকা হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, ওসি হাসান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিনসহ অনেকেই।

এদিকে, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি। ১৪ এপ্রিল সকালে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজন বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির আহবায়ক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লানজু , উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’

মাদারগঞ্জে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

আপডেট সময় ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২।

১৪ এপিল সোমবার সকাল ৯টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হাওয়াই ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

রং-বেরঙের প্ল্যাকার্ড আর ব্যানার শোভিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদের খরকা হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, ওসি হাসান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিনসহ অনেকেই।

এদিকে, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপি। ১৪ এপ্রিল সকালে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজন বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির আহবায়ক আইনজীবী মনজুর কাদের বাবুল খান, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লানজু , উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মিজানুর রহমান রতন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।