অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে জামালপুরে লাজভিন রিয়াল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। ১৪ এপ্রিল সোমবার প্রতিষ্ঠানটির অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে জামালপুর শহরের সকাল বাজারের ঢাকাইপট্টি এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই লাজভিন রিয়াল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের উত্তোত্তর সমৃদ্ধি এবং দেশ ও দেশের জনগণের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সকাল বাজার বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ। দোয়া মাহফিল শেষে লাজভিন রিয়াল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান উপদেষ্টা জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা শামীম আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, লাজভিন রিয়াল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের এই অসাধারণ যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। একটি উন্নয়ন ব্যবসা শুধু অবকাঠামো নির্মাণ নয়, এটি একটি স্বপ্ন গড়ার প্রক্রিয়া। যেখানে আমরা মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করি। ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র আধুনিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা নয়, বরং নৈতিকতা, পেশাদারিত্ব এবং গুণগত মান বজায় রেখে প্রতিটি প্রকল্পে গ্রাহকদের আস্থা অর্জন করা। এই পথে আমাদের প্রতিটি সদস্য, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের অবদান অতুলনীয়। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায়ই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই উন্নয়নের পথে- সততা, নিষ্ঠা ও উদ্ভাবনের আলোকে। এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত চাকরিজীবী মোহাম্মদ আলী, ব্যবসায়ী আমির উদ্দিন সেলিম, জামালপুর জেলা বিএনপির সদস্য মো. মোশারফ হোসেন খান, সাবেক যুবদলনেতা মনু চৌধুরী, আইনজীবী ইকরাম-উদ্দৌলা সিদ্দিকী ময়না, জেলা মৎস্যজীবীদলের সাবেক সভাপতি এ কে এম নওশাদ হোসেন শাহীন, ব্যবসায়ী শঙ্কর বসাক, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও সময় টিভির সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক শরিফুল ইসলাম ঝোকন, অনলাইন নিউজপোর্টাল দৈনিক জামালপুর বার্তার সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে লাজভিন রিয়াল এস্টেট এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মনিরা বিনতে আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাইরুল ইসলাম লিয়ন এবং পাঁচজন পরিচালক মাহবুবুল আলম রানা, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম রাজিব, জিএম জাকারিয়া ও মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাইরুল ইসলাম লিয়ন এ প্রতিবেদককে বলেন, টেকসই উন্নয়নের পথে এক সাথে চলি। একটি ইট, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ। আমরা কেবল স্থাপনা গড়ি না, আমরা স্বপ্ন নির্মাণ করি। শুধু উন্নয়ন নয়, আমরা গড়ি বিশ^াস। ভবিষ্যৎ নির্মাণে আমরা আস্থা রাখি পেশাদারিত্বে। আপনার স্বপ্নের প্রজেক্ট, আমাদের দক্ষ হাতে বাস্তবায়ন। এইসব অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদের এই প্রতিষ্ঠান জামালপুরের মানুষের পাশে থাকবে। আমরা সবার সহযোগিতা চাই। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটিতে রিয়াল এস্টেট, কনস্ট্রাকশন, ডেভলপার, ইনটেরিয়র ডিজাইন, প্রথম শ্রেণির কন্ট্রাক্টর, এক্সপোর্ট ও ইমপোর্ট, সাপ্লাইয়ার ও কমিশন এজেন্ট সম্পর্কিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হবে।