ঈদুল ফিতর মানে মুসলিমদের আনন্দঘন উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। সুশৃঙ্খল আচার-আচরণের তীর ঘেঁষে, নৈতিক, আত্মিক ও সামাজিক পরিশুদ্ধির সীমানা পেরিয়ে সামষ্টিক কল্যাণ নিয়ে ঈদ আসে। ঈদ আসে কৃচ্ছ্র ও শুদ্ধতার প্রতীক হয়ে। তাকওয়ার শক্তিতে বলীয়ান হয়ে নতুন জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে ঈদ আসে।
মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিনক্ষণ দুয়েক দিন আগেপিছে হয়ে থাকে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ৩০ মার্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে দেশব্যাপী ৩১ মার্চ সোমবার।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের মধ্যে বিরাজমান সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা এবং অসুস্থতা থেকে মুক্তি কামনা করছি। পাশাপাশি সাংবাদিক সমাজ থেকে শুরু করে চলমান নারী, শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করছি। আমরা শান্তিময় একটি সমাজ কায়েমে স্ব স্ব অবস্থান থেকে অঙ্গীকারাবদ্ধ হবার আহবান জানাচ্ছি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম পরিবারের পক্ষ থেকে বাংলারচিঠিডটকমের সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
সম্পাদক জাহাঙ্গীর সেলিম
বাংলারচিঠিডটকম