মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিনক্ষণ দুয়েক দিন আগেপিছে হয়ে থাকে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ৩০ মার্চ। ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে দেশব্যাপী ৩১ মার্চ সোমবার।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্বের সকল মুসলিমদের জন্য এক অপার আনন্দের বার্তা নিয়ে খুশির ঈদ, পবিত্র ঈদুল ফিতর। দৈহিক ও আত্মিক সংযম বা কৃচ্ছতা সাধনের এক কঠিন অনুশীলনের পর নিশ্চয় ঈদুল ফিতর সবার কাছে অনেক খুশি-আনন্দের একটা দিন। এই দিনটি যে যার সাধ্যমতো আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে মানুষে আনন্দের বন্যা বয়ে যায়। এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু পবিত্র ঈদুল ফিতরের এই শুভ দিনে বাংলারচিঠিডটকম এর সম্পাদক এবং সম্পাদনা ও বার্তা বিভাগে কর্মরত সকল সাংবাদিক, জেলা ও উপজেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ, বাংলাদেশসহ সারাবিশ্বের অগণিত প্রিয় পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সকল সাংবাদিকসহ জামালপুর জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদ মোবারক।