বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতায় বৃষ্টির কারণে ২১ মার্চ শুক্রবার কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়েছে। এটি ছিল প্রতিযোগিতার পঞ্চম ম্যাচ। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ও শেষ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।
জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২১ মার্চ ম্যাচের শুরুতেই বৃষ্টি নেমে মাঠ ও পিচ ভিজে যায়। ৮ ওভার কমিয়ে ৪২ ওভারের ম্যাচ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। টচে জিতে কুষ্টিয়া ডিএসএ দলের অধিনায়ক আবু বক্কর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা ৩২.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেন। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ৩০টি।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নুরুজ্জামান মাসুমের নারায়ণগঞ্জ ডিএস দল। ১১.০ ওভারের সময় ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ স্থগিত করেন আম্পায়ার। তারা ৩ উইকেটের বিনিময়ে সংগ্রহ করতে পারেন মাত্র ২৭ রান। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় বিকাল ৪টার দিকে ম্যাচ আম্পায়ার মো. ইমাম হোসেন ও সোহেল আহমেদ দুই দলের অধিনায়কের সাথে আলোচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এ সময় জামালপুর জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান রবিন উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল। প্রতিযোগিতার এই ভেন্যুতে ২২ মার্চ শনিবার ষষ্ঠ ও শেষ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।