বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক ও দাতব্য প্রতিষ্ঠান রোটারি ক্লাবের জামালপুর শাখা রোটারি ক্লাব অব জামালপুর এর উদ্যোগে ১৫ মার্চ শনিবার ১৪ রমজান জামালপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় আব্দুল আহাদ স্বাধীন বলেন, সদস্যদের চাঁদা ও দান-অনুদানে চলতি রমজান মাসে দরিদ্র মানুষের জন্য খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করা হবে। সকলের কাছে তিনি জাকাতের একটা অংশ রোটারি ক্লাবে দান করার আহ্বান জানান।
আলোচনা শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং পবিত্র রোজার পবিত্র বজায় রেখে সমাজের সকল প্রকার অসঙ্গতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জামালপুর রোটারি ক্লাবের সদস্যরা অংশ নেন।
উল্লেখ, রোটারি ক্লাব অব জামালপুরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বহু ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।