ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খেজুরতলায় ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

জামালপুর : হামলায় গুরুতর আহত সাংবাদিক রিয়াদ, মিঠু ও সানজিদুল আকন্দ মাশফি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের খেজুরতলা এলাকায় ইফতারের খাবার কম পড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। ১২ মার্চ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ মার্চ সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জাকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হলে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবদের সাংবাদিক সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সানজিদুল আকন্দ মাশফিকে ব্যাপক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হলেন- জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার মনজু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক ও জিহান ও মুসলিমাবাদ এলাকার শুভ। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী এ প্রতিবেদককে বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিদদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরনের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

খেজুরতলায় ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

আপডেট সময় ০৪:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জামালপুর শহরের খেজুরতলা এলাকায় ইফতারের খাবার কম পড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। ১২ মার্চ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ মার্চ সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জাকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হলে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবদের সাংবাদিক সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সানজিদুল আকন্দ মাশফিকে ব্যাপক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হলেন- জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার মনজু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক ও জিহান ও মুসলিমাবাদ এলাকার শুভ। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী এ প্রতিবেদককে বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিদদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরনের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।