বিচারক ইকবাল মাহমুদ সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের, আইন ও বিচার শাখা-৩ এর এক প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতি পেয়ে ৯ মার্চ রবিবার জামালপুর জেলায় যোগদান করেন। তিনি অর্থঋণ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক হিসাবে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
ইতোপূর্বেও তিনি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে গিয়েছিলেন। সেই কাজের ধারাবাহিকতায় বিচারক ইকবাল মাহমুদ ফের জামালপুর জেলায় যোগদানে অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হবে। একই সাথে আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত বিরোধের দ্রুত অবসান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিচারক ইকবাল মাহমুদের জামালপুরের যোগদানে বিচার প্রার্থী জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিচারপ্রার্থী জনগণ আশা করেন মানুষ এ বিচারকের হাত ধরে আরও বেশি ন্যায়বিচার পাবেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। এতে করে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ ভোগান্তি অনেক কমে যাবে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারক ইকবাল মাহমুদের যোগদানে সকল আইনজীবী এবং বিচার সংশ্লিষ্ট সকলের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আশা সঞ্চারিত হয়েছে। সবাই নবনিযুক্ত বিচারক ইকবাল মাহমুদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।