পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালে রাখার লক্ষ্যে ১০ মার্চ সোমবার জামালপুরে বাজার পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
বেলা সাড়ে ১২টার দিকে নিয়মিত বাজার পর্যবেক্ষণ টিম নিয়ে তারা আকস্মিক জামালপুর শহরের স্টেশন বাজারে যান। চালের আড়ত, ডিমের আড়ত, মাছ, মাংস, সবজি, মুদির দোকানসহ কমপক্ষে ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন ডিসি, এসপি।
বাজার পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, বাজারে সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। দামও ক্রয়ক্ষমতার মধ্যে। তবে ছোটখাট অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে ত্যাগের মহিমা প্রকাশের অনুরোধ জানান।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এবারে রমজান মাসে বাজার স্থিতিশীল দেখে ভাল লাগলো। তবে সিন্ডিকেশন ভাংতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বাজার পর্যবেক্ষণের সময় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বাজার পর্যবেক্ষণ পরিষদের সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অধ্যাপক আবু তালেব, জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক, ডিবির ওসি প্রমুখ।
জানা যায়, সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী জামালপুরে জেলা বাজার পর্যবেক্ষণ টিমসহ সংশ্লিষ্ট দপ্তর নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করছেন। ভ্রাম্যমাণ আদালতও নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
ক্রেতা ভোক্তারা জানান, নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণের কারণে নিত্যপণ্যের বাজার মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে।