ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস দাবায় ফিদে মাস্টার সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবস র্যা পিড রেটিং দাবা প্রতিযোগিতায় ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।ছবি : সংগৃহীত

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবস র্যা পিড রেটিং দাবা প্রতিযোগিতায় ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

সমান খেলায় ৬ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর অপরাজিত রানারআপ, দেলোয়ার হোসেন তৃতীয় এবং ফিদে মাস্টার মো. জাবেদ চতুর্থ হয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৮ মার্চ শনিবার উত্তরাস্থ ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের ম্যাজেস্টিক হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ জন আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার এবং ৬ জন ক্যান্ডিডেট মাস্টার সহ সারা দেশ থেকে ১২১ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান।

মাহদি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মঞ্জুর আলম, ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু।

প্রতিযোগিতায় সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে একাদশ হয়েছেন যথাক্রমে ফিদে মাস্টার মো: শরীফ হোসেন, নিলয় দেবনাথ, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন রবীন, ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন, অনিতা চৌধূরী এবং ক্যান্ডিডেট মাস্টার মাসুম হোসেন। ৫ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দ্বাদশ হয়েছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, সিয়াম চৌধুরি, এ বি বাপ্পি, মুহতাদি তাজোয়ার নাশিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরি, আলী ফাইরোজ মেহেদাদ, বিজয় কুমার পাল এবং মো: আদিল আহনাফ নওরোজ।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা দিবস দাবায় ফিদে মাস্টার সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবস র্যা পিড রেটিং দাবা প্রতিযোগিতায় ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

সমান খেলায় ৬ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর অপরাজিত রানারআপ, দেলোয়ার হোসেন তৃতীয় এবং ফিদে মাস্টার মো. জাবেদ চতুর্থ হয়েছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৮ মার্চ শনিবার উত্তরাস্থ ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের ম্যাজেস্টিক হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ জন আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার এবং ৬ জন ক্যান্ডিডেট মাস্টার সহ সারা দেশ থেকে ১২১ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান।

মাহদি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মঞ্জুর আলম, ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু।

প্রতিযোগিতায় সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে একাদশ হয়েছেন যথাক্রমে ফিদে মাস্টার মো: শরীফ হোসেন, নিলয় দেবনাথ, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন রবীন, ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন, অনিতা চৌধূরী এবং ক্যান্ডিডেট মাস্টার মাসুম হোসেন। ৫ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দ্বাদশ হয়েছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, সিয়াম চৌধুরি, এ বি বাপ্পি, মুহতাদি তাজোয়ার নাশিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরি, আলী ফাইরোজ মেহেদাদ, বিজয় কুমার পাল এবং মো: আদিল আহনাফ নওরোজ।