ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হাটমাগুরায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

সরিষাবাড়ী : হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে মাটি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ৯ মার্চ রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা গ্রামে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমানের যোগসাজশে হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছেন। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের কয়েকশত একর কৃষিজমি। এভাবে মাটি তোলা অব্যাহত থাকলে কৃষিজমি বিলীন হয়ে যাবে।

তারা আরও বলেন, প্রতিবাদ করতে গেলে মামলার ভয় দেখানোসহ মারধরের হুমকি দেয় তারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না তারা। দ্রুত মাটি উত্তোলন বন্ধ করে ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগম প্রমুখ।

সরিষাবাড়ী : হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে মাটি তোলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

এ ব্যাপারে জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জমি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজলো সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল সরেজমিনে গিয়ে কয়েকবার মাটি তোলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা মাটি তুলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হাটমাগুরায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ

আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ৯ মার্চ রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা গ্রামে মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমানের যোগসাজশে হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছেন। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের কয়েকশত একর কৃষিজমি। এভাবে মাটি তোলা অব্যাহত থাকলে কৃষিজমি বিলীন হয়ে যাবে।

তারা আরও বলেন, প্রতিবাদ করতে গেলে মামলার ভয় দেখানোসহ মারধরের হুমকি দেয় তারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না তারা। দ্রুত মাটি উত্তোলন বন্ধ করে ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগম প্রমুখ।

সরিষাবাড়ী : হাটমাগুরা এলাকায় তিন ফসলি জমি থেকে মাটি তোলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

এ ব্যাপারে জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জমি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজলো সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল সরেজমিনে গিয়ে কয়েকবার মাটি তোলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা মাটি তুলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।