অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এই প্রতিপাদ্যের আলোকে শেরপুরের নকলা উপজেলায় ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৮ মার্চ সকাল ১০টায় নকলা পৌরসভার উদ্যোগে এলজিইডি’র নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, উপসহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।