সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলেন দৈনিক কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মশিউর রহমান।
বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি থেকে তিনি এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি কোর্সের ২০২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছেন। পিআইবির এই কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। ৬ মার্চ বৃহস্পতিবার এই কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়।
সাংবাদিক মশিউর রহমান জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি গঠিত জামালপুর নাগরিক ভয়েস সংগঠনের জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।
সাংবাদিক মশিউর রহমান বলেন, যেহেতু আমি মফস্বলে সাংবাদিকতা করি, তাই সাংবাদিকতা সম্পর্কে আরও জানতে এবং সাংবাদিকতা পেশায় সংবাদ লেখা ও প্রকাশের খুঁটিনাটি বিষয় জানার জন্য প্রাতিষ্ঠানিক এই ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেজন্য আমি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছি। ভবিষ্যতে আমার মাস্টার্স কোর্স করার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে জনকল্যাণে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার জন্য আমার এই কোর্সটি বেশ কাজে দিবে বলে মনে করছি। পেশাগত দায়িত্ব পালনে জামালপুর জেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা, এটিএন নিউজ ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকম এর সাংবাদিক লুৎফর রহমান, জামালপুর নাগরিক ভয়েস এর সভাপতি দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী সাংবাদিক মশিউর রহমানের পেশাগত সাফল্য কামনা এবং অভিনন্দন জানিয়েছেন।