জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ এর আয়োজনে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বুধবার জামালপুর শহরের সরদারপাড়ায় এক রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যে মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক নারগিস আক্তার, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো মনজুরুল করিম সুমন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। সভা সঞ্চালনা করেন জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ।
সভা শেষে সৌহার্দ্য ইফতারের আগে বিশেষ মোনাজাতে অংশ নেন অতিথি ও অন্যান্য নাগরিকবৃন্দ।
সমন্বয় সভায় বলা হয়, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুর শহরের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে এবং পর্যবেক্ষণে পাওয়া বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামে নেতৃবৃন্দ।