বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে চলতি মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি ও ক্লদিও এচেভেরি।
দলে আরও সুযোগ হয়েছে পাওলো দিবালা, আনহেল কোররেয়া, ফ্রান্সিসকো ওর্তেগা, হুয়ান ফয়থ, মাক্সিমো পেরোনে ও বেনহামিন দমিনগেসের।
ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের।
আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে এবং ২৫ মার্চ ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় এবং ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেস , জেরোনিমো রুলি।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিন, গনসালো মনতিয়েল , ক্রিস্টিয়ান রোমেরো , হারমান পেস্সেইয়া , লিওনার্দো বেলার্দি , হুয়ান ফয়থ, নিকোলাস ওটামেন্ডি , ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো , ফ্রান্সিসকো ওর্তেগা ।
মিডফিল্ডার : এঞ্জো ফার্নান্দেজ , রিলয়ান্দ্রো পারেডেস , এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল , আলেক্সিস ম্যাক অ্যালিস্তার , জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে , বেনহামিন ডমিনগেস , থিয়াগো আলমাডা , নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড : লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো , নিকোলাস গঞ্জালেস , পাওলো দিবালা , ক্লদিও এচেভেরি , হুলিয়ান আলভারেস (অ্যাথলেটিকো মাদ্রিদ), লটারো মার্টিনেজ (ই, সাস্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া , জুলিয়ানো সিমেওনে ।