জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্দরৌহা গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জওয়ান বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হক আর নেই। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় আমরীতলা ঈদগাহে নামাজে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের মরদেহের কফিন জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।
জামালপুর জেলা প্রশাসনের পক্ষে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।

পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের ভাই সাবেক ভূমিমন্ত্রী প্রবীণ আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম হীরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলামীন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপিনেতা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম ও উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান, জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নরুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হায়দর আলী এবং আত্মীয়স্বজন, শোভাকাঙক্ষীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।