জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের স্থগিত দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জিল বাংলা চিনিকলের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মিলের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের ১৮ জানুয়ারি জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের ২০২২-২০২৪ মৌসুমের জন্য নির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির মেয়াদ শেষ হয়। ২০২৪-২৬ মাড়াই মৌসুমে ওই ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে ২৮ জানুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে গত ২৩ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়।
এর আগে কর্তৃপক্ষ সিআইসি শরিফুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান (কমিশনার) ও মসিউর রহমান, আমিনুল ইসলাম, শাহ আলমকে সহকারী কমিশনার করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। এই নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলটির শ্রমিক কর্মচারীরা। তফসিল ঘোষণার দিন প্রতিটি পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তফসিল ঘোষণার দিন সাধারণ সম্পাদক প্রার্থী শওকত-উর-রহমান সোহাগ ও রিয়াজুল কায়সার খোকন মোল্লার মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেন।
জিল বাংলা চিনিকলের শ্রমিক-কর্মচারীদের দাবি, এখন মিলটিতে ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন আয়োজনের সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে। আখ মাড়াই ও চিনি উৎপাদন মৌসুম চলমান অবস্থায় ওই ইউনিয়নের নির্বাচন দিলে কোন বিশৃঙ্খলা হবে না। কর্তৃপক্ষের উচিত পাঁচদিনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। নির্বাচন না হওয়ায় মিলটির শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ মিছিলটি সুগার মিল গ্যারেজের সামনে থেকে শুরু হয়। পরে দুই নম্বর গেটের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফিটার আমির হোসেন, ডোরমেট ইস্তেখার আলম, জুস সালফিউটিশন হেলপার মো. নাছিম, মৌসুমী ড্রাইভার মির্জা মনোয়ার হোসেন ও এলএমএসএস জবেদ আলী প্রমূখ। পরে মিলটির ব্যাবস্থাপনা পরিচালকের সাথে দেখা করে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
শ্রমিক কর্মচারীদের প্রশ্নের মুখে মিলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এ প্রতিবেদককে বলেন, বিক্ষোভ করার কোন প্রয়োজন নেই। ওয়ার্কাস ইউনয়নের নেতৃস্থানীয় শ্রমিক কর্মচারীসহ ওই নির্বাচনের জন্য গঠিত কমিশন বিধি মোতাবেক আমাকে জানালে আমি নির্বাচনের অনুমতি দেব।