ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : ইসলামপুরে গ্রেপ্তার ৩

ইসলামপুর : গ্রেপ্তার তিন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে অভিযান চালিয়ে সন্ত্রাস ও নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান শামীম, লক্ষ্মীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামী লীগকর্মী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন রশিদ দুলাল ও উত্তর সিরাজাবাদ এলাকার মো. ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তানজিল হোসেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

অপারেশন ডেভিল হান্ট : ইসলামপুরে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের ইসলামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে অভিযান চালিয়ে সন্ত্রাস ও নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান শামীম, লক্ষ্মীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামী লীগকর্মী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন রশিদ দুলাল ও উত্তর সিরাজাবাদ এলাকার মো. ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তানজিল হোসেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।