জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিকদলনেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার হত্যা মামলার আসামি আতশী বেগমকে ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে গ্রেপ্তার আতশী বেগমকে (৫৫) আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আনিছুর ও লিটন ডাক্তারের সাথে একই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার ওই জমি নিয়ে ফের তাদের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এ সময় শ্রমিকদলনেতা আব্দুল আজিজ (৬০) সংঘর্ষ থামাতে গেলে রশিদ, সালাম, আতশী বেগমসহ তাদের লোকজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে আব্দুল আজিজ পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।এরপর পুলিশ অভিযান চালিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে আতশী বেগমকে গ্রেপ্তার করেছে। ৯ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যেমে জোমালপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, আব্দুল আজিজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার আতশী বেগমকে ৯ ফেব্রুয়ারি সকালে আদালতের মাধ্যমে জামালাপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।