জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ডেভিল হান্টের অভিযানে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও তাঁতীলীগের দুই নেতাকে ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ পজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম কাজী ও উপজেলা তাঁতীলীগের সভাপতি সুলতান মিয়া। তাদেরকে দেওয়ানগঞ্জ পৌর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম কাজী উপজেলার চিকাজানী ইউনিয়নের চিকাজানী আকন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ও সুলতান মিয়া পৌর শহরের ডালবাড়ি এলাকার মৃত ইদ্রিছ আলীর ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ৯ ফেব্রুয়ারি রাতে ডেভিল হান্টের অভিযানে জুলাই আগস্টে নাশকতা মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই নেতাকে ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।