শেরপুর জেলা সদর উপজেলার গৃদ্দানারায়ণপুর এলাকা থেকে ১০৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. দুরুল হোদাকে (৩৩) আটক করেছে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুরর আভিযানিক দল। ৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে এ অভিযান চালায় র্যাব। র্যাব জামালপুরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণ-সহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্ব এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার গৃদ্দানারায়ণপুর নিউমার্কেটের দ্বিতীয় গেট মোড় ও থানার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় শেরপুর সদর হাসপাতাল অভিমুখী পাকা রাস্তার দক্ষিণপাশে যমুনা মটরস নামক গাড়ির পার্টসের দোকানের সামনে থেকে দুরুল হোদাকে আটক করা হয়। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। আটক দুরুল হোদার কাছ থেকে ১০৪ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন, সিমসহ দুটি মোবাইল ফোন সেট এবং নগদ ২৪ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের দাম আনুমানিক দশ লাখ ৪০ হাজার টাকা।
পরবর্তীতে আটক মাদকব্যবসায়ীকে নুরুল হোদাকে জব্দ করা হেরোইন ও নগদ টাকাসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।