বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্রের মধ্যে বহুল প্রচারিত ও পাঠক সমাদৃত দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশনার রজতজয়ন্তীর উৎসবের অংশ হিসাবে জামালপুরে উদযাপিত হয়েছে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি। নতুন পানিতে সফর এবার-এই প্রতিপাদ্যকে উপলক্ষ করে পত্রিকাটির সহযোগী সংগঠন স্বজন সমাবেশ জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তীর কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, হাটিহাটি পা পা করে রজতজয়ন্তীতে যুগান্তর পত্রিকা। এটি শুভ সংবাদ। শুভ দিনে সবাইকে শুভেচ্ছা। আমরা সব সময় দেখেছি যে, জাতির বিভিন্ন সময়ে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি পত্রিকা হচ্ছে একটি সমাজের দর্পণ। সমাজের প্রকৃত চিত্রটাই পত্রিকার মাধ্যমে জনসমক্ষে প্রতিফলিত হয়। আমরা সরকার বলি, প্রশাসন বলি। দেশকে সঠিকপথে পরিচালনা করার ক্ষেত্রে একটি দায়িত্বশীল সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক যুগান্তর বিগত দিনে এই ভূমিকা যথাযথভাবে পালন করেছে। আমি এই পত্রিকাটির আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যাশা এবং এটির আরও সমৃদ্ধি কামনা করছি।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক যুগান্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান যুগান্তরের সাংবাদিক ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহফুজুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, চ্যানেল এস এর পরিচালক আল মামুন অটো, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহবায়ক মো. শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে যুগান্তর পত্রিকার রজতজয়ন্তীর কেক কাটেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন।