এসএ টোয়েন্টির শিরোপা জিতেছে রশিদ খানের এমআই কেপ টাউন। ফাইনালে সানরাউজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে কেপ টাউন। ওপেনিং জুটিতে তুলে ৫১ রান। ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান রায়ান রিকেলটন। তবে পরের ওভারেই ডাক মারেন রিজা হ্যান্ডরিকস।
তবে শেষ দিকে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯ এবং ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে কেপ টাউন।
জবাবে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার বোলিং তোপে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় সানরাউজার্স ইস্টার্ন কেপ। দলের পক্ষে টম অ্যাবেল করেন সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান। এছাড়া টনি ডি জর্জি করেন ২৩ বলে ২৬ রান। মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রাবাদা।